বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান
আর্থিক অনিয়মের দায়ে ফিফা থেকে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তার নিষিদ্ধ হওয়ার পর থেকেই দৌড় ঝাপ শুর হয়েছিল কে হবে পরবর্তী সাধারণ সম্পাদক। তালিকায় ছিলেন একাধিক কর্মকর্তা। তবে শেষ পর্যন্ত সোহাগের মতোই আস্থাভাজন একজনকে বেছে নিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিলেন ইমরান হোসেন তুষারকে।
আজ সোমবার (১৭ এপ্রিল) বাফুফে ভবনে ফেডারেশনের জরুরী সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে তুষারকে বেছে নেওয়া হয়েছে।


গত শুক্রবার (১৪ এপ্রিল) আবু নাঈম সোহাগের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনে দুই বছর ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি প্রায় ১২ লাখ টাকা জরিমানা করে ফিফা।
ফিফা দীর্ঘ ২ বছর অনুসন্ধানের পর ৫০ পাতার একটি প্রতিবেদন দিয়েছে। সেখানে মোটাদাগে চার ধারার অধীনে মোট ৩০৬টি পয়েন্টে অভিযোগের বর্ণনা দিয়ে সত্যতার প্রমাণের কথা বলা হয়েছে।
সারাদিন. ১৭ এপ্রিল