প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী পুলিশ বাহিনীর যানবাহনের ঘাটতি দূর করতে ২০০টি ডাবল কেবিন জিপ (পিকআপ) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই গাড়িগুলো সংগ্রহ করা হবে। এতে সরকারের মোট ব্যয় হবে ১৭২ কোটি টাকা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।
জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, ২০২৪ সালের ১ জুন থেকে ২০২৫ সালের ৬ আগস্টের মধ্যে গণ-অভ্যুত্থান ও সহিংসতায় দেশের ৬৩৯টি থানার মধ্যে ৪৬০টি থানা এবং অন্যান্য পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের ঘটনায় বিপুল সংখ্যক পুলিশ যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
এর ফলে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে জরুরি ভিত্তিতে নতুন যানবাহন কেনার প্রয়োজন দেখা দেয়।
প্রস্তাবে উল্লেখ করা হয়, প্রতিটি পিকআপের মূল্য ৮৬ লাখ টাকা। ২০০টি পিকআপ কিনতে মোট ব্যয় হবে ১৭২ কোটি টাকা। সরকারি ক্রয় আইন (পিপিএ-২০০৬) এর ধারা ৬৮(১) ও বিধিমালা (পিপিআর-২০০৮) এর ৭৬(২) অনুযায়ী সরাসরি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলমান ২০২৪-২৫ অর্থবছরের মধ্যেই এই পিকআপগুলো সংগ্রহ করা হবে।