প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫
সারাদিন ডেস্ক
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার, অপু বিশ্বাস, ভাবনা, জায়েদ খানসহ ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলাটি দায়ের করা হয়েছে রাজধানীর ভাটারা থানায়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই মামলা করা হয়। বাদী এনামুল হক নামের এক ব্যক্তি মামলাটি করেন।
মামলার নথি থেকে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর সরকারের ২৮৩ জন সদস্য এবং আরও তিন-চারশ’ অজ্ঞাতনামা ব্যক্তির পাশাপাশি চলচ্চিত্রের এসব তারকাদেরও আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে অর্থ সহায়তা দিয়েছেন। সেই সময়কার হামলায় বাদী গুলিবিদ্ধ হন।
মামলায় যাঁদের নাম রয়েছে তাঁদের মধ্যে রয়েছেন—নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, জায়েদ খান, সাইমন সাদিক ও আজিজুল হাকিম।
ওসি বলেন, মামলার কার্যক্রম আইনি প্রক্রিয়া অনুযায়ীই এগিয়ে নেওয়া হচ্ছে।