প্রকাশিত: ৮:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫
সারাদিন ডেস্ক
বজ্রপাতে দেশের ৯ জেলায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (২৮ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা:
কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামে ঘুড়ি ওড়ানোর সময় বজ্রপাতে দুই শিক্ষার্থী ফাহাদ হোসেন ও মোহাম্মদ জিহাদ মারা যান। মুরাদনগরের কোরবানপুর গ্রামে ধান কাটার সময় কৃষক জুয়েল ভূঁইয়া ও নিখিল দেবনাথ নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়ে শ্রবণশক্তি হারিয়েছেন।
কিশোরগঞ্জ:
অষ্টগ্রাম, মিঠামইন ও কটিয়াদীতে বজ্রপাতে চারজন নিহত হন। তারা হলেন- ইন্দ্রজিৎ দাস, স্বাধীন মিয়া, ফুলেছা বেগম ও শাহজাহান। নিহতরা ধান কাটার সময় ও মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হন।
নেত্রকোনা:
কলমাকান্দা উপজেলায় শিক্ষক দিদারুল ইসলাম এবং মদন উপজেলার শিক্ষার্থী আরাফাত বজ্রপাতে প্রাণ হারান।
মৌলভীবাজার:
বড়লেখা উপজেলার শ্রীধরপুর গ্রামে ধান কাটার সময় মাখন রবি দাস নামে এক চা শ্রমিক বজ্রপাতে মারা যান।
হবিগঞ্জ:
বানিয়াচং উপজেলার আড়িয়ামুগুর গ্রামে কৃষক দূর্বাসা দাস বজ্রপাতে নিহত হন। এ ঘটনায় তার ভাই ও বোনসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
চাঁদপুর:
কচুয়া উপজেলার নাহারা গ্রামে ধান আনতে গিয়ে বজ্রপাতে বিশখা রানী সরকারের মৃত্যু হয়।
শরীয়তপুর:
ভেদরগঞ্জ উপজেলার বেপারীকান্দি গ্রামে ঘাস আনতে গিয়ে বজ্রপাতে সেফালী বেগমের মৃত্যু হয়।
যশোর:
বেনাপোলের বেড়ি নারায়ণপুর গ্রামে ধান গাদার সময় বজ্রপাতে কৃষক আমির হোসেন মারা যান।
মাদারীপুর:
রাজৈর উপজেলার কমলাপুর গ্রামে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কৃষক কাজল বাড়ৈ মারা যান।