প্রকাশিত: ৮:১৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫
সারাদিন ডেস্ক
প্রতারণার শিকার হয়ে এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ না থাকায় সৌদি আরব থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত মধ্যরাতে সৌদি আরব থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে তারা দেশে ফেরত আসেন।
ফেরত আসা শ্রমিকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সৌদি কর্তৃপক্ষ তাদের আটক করে দেশে পাঠিয়েছে। প্রতারণা ও অবিচারের শিকার হওয়ার ক্ষোভ প্রকাশ করেন তারা।
শ্রমিকরা জানান, গত ১২ এপ্রিল ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সৌদি প্রিন্স সালমানের ছবি অবমাননার ঘটনার পর থেকে সৌদি সরকার বাঙালিদের টার্গেট করে আটক করা শুরু করে।