প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫
সারাদিন ডেস্ক
কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষিতে ইংল্যান্ডে আয়োজিত ‘দ্য বলিউড বিগ ওয়ানস’ শো স্থগিত করেছেন বলিউড সুপারস্টার সালমান খান।
আগামী ৪ ও ৫ মে ম্যানচেস্টার ও লন্ডনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই শো। সালমান ছাড়াও কৃতি শ্যানন, বরুণ ধাওয়ান, সারা আলি খান, মাধুরী দীক্ষিত, টাইগার শ্রফ, দিশা পটানি, সুনীল গ্রোভার ও মণীশ পালের মতো তারকারা এই আয়োজনে অংশ নেওয়ার কথা ছিল। তবে পেহেলগামের মর্মান্তিক হামলার কারণে অনুষ্ঠানটি আপাতত স্থগিত করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন সালমান খান। তিনি লেখেন, “কাশ্মিরের এই অন্ধকার দিনগুলোর প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি ৪ এবং ৫ মে ম্যানচেস্টার ও লন্ডনে নির্ধারিত শো-গুলো স্থগিত করা হলো। আমরা জানি, অনেকে বহুদিন ধরে এই শোয়ের জন্য অপেক্ষা করছিলেন, তবে এমন শোকের সময়ে আমাদের থামা উচিত। আশা করি, আপনারা আমাদের সিদ্ধান্ত বুঝবেন।”
উল্লেখ্য, পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন ছাড়া সবাই ভারতীয় নাগরিক। এই ঘটনার পর পুরো ভারত জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, সালমান খান এক্স (টুইটার)-এ লিখেছেন, “কাশ্মির, পৃথিবীর স্বর্গ, এখন পরিণত হয়েছে নরকে। নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য আমার হৃদয় গভীর দুঃখে ভরা।”
শুধু সালমান নন, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ও কেভিন হার্টসহ আরও অনেক খ্যাতনামা শিল্পীও নিজেদের শো স্থগিত করেছেন।
ভক্তদের জন্য অবশ্য এই সিদ্ধান্ত হতাশাজনক হলেও সালমানের মানবিক দৃষ্টিভঙ্গি ও দেশের প্রতি তার শ্রদ্ধার প্রশংসা করেছেন অনেকেই। শোয়ের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানা গেছে।