প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসাছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। রিমান্ড মঞ্জুর হওয়ার পর, আদালত চত্বরে আইনজীবীদের একাংশ সাবেক মন্ত্রীকে চড়থাপ্পড় মারেন এবং ধাওয়া দেন। পরে পুলিশ তার নিরাপত্তা নিশ্চিত করে তাকে কারাগারে পাঠায়।
এ ঘটনা সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ আদালত চত্বরে ঘটে।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানিয়েছেন, সিআইডির সাত দিনের রিমান্ড আবেদনের পর আদালত আনিসুল হককে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ার প্রধান জানান, এ মামলায় তিন নম্বর আসামি হিসেবে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডের মাধ্যমে ঘটনার সঠিক তথ্য উদঘাটনের আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাদরাসাছাত্র মো. সোলাইমান নিহত হন। পরবর্তীতে ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়, যা বর্তমানে সিআইডি তদন্ত করছে।