প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫
সারাদিন ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পহেলগাঁওয়ের ঘটনার পর ভারতীয় বাহিনী দুই হাজারেরও বেশি কাশ্মীরিকে গ্রেপ্তার করেছে এবং বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস করেছে। শ্রীনগর, গান্ডেরবাল, বান্দিপোরা, কুপওয়ারা, বারামুলা, বদগাম, ইসলামাবাদ, পুলওয়ামা, শোপিয়ান এবং কুলগামসহ একাধিক জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে, জানাচ্ছে কাশ্মীর মিডিয়া সার্ভিস।
ইসলামাবাদ জেলাতেই ১৭৫ জনেরও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে, এবং থানা ও সেনা ক্যাম্পে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জেলা বিভিন্ন এলাকায় বাড়ি তল্লাশি ও অভিযান চালানো হয়েছে এবং অতিরিক্ত চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে।
২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলার পর ভারতীয় বাহিনী উপত্যকায় অভিযান জোরদার করেছে এবং বেশ কিছু বাড়ি ধ্বংস করেছে। কাশ্মীর মিডিয়া সার্ভিস জানাচ্ছে, ভারতীয় বাহিনী বিস্ফোরক ব্যবহার করে সাত কাশ্মীরির পৈতৃক বাড়ি ধ্বংস করেছে, যার ফলে অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে।
এ ধরনের পদক্ষেপকে অনেকেই ইসরায়েলি কৌশল হিসেবে উল্লেখ করছেন। অল পার্টিজ হুরিয়ত কনফারেন্সের (এপিএইচসি) মুখপাত্র আবদুল রশিদ মিনহাস এ কার্যক্রমের নিন্দা জানিয়েছেন।