প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, পুলিশ এখনো ‘স্বতন্ত্র পুলিশ কমিশন’ গঠনের জন্য অপেক্ষা করছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, এটি শিগগিরই গঠন করা হবে।
আজ সোমবার (২৮ এপ্রিল) পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন। তিনি বলেন, “সরকারকে আমরা আমাদের কথাগুলো জানাচ্ছি এবং আশা করছি, এটি গঠন করা হবে।”
আইজিপি আরও বলেন, “৫ আগস্টের পর পুলিশের সংস্কার নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তবে এই আলোচনা যখন কমিশনে পৌঁছেছে, তখন পুলিশ সংস্কারের আলোচনা আর সামনে আসেনি।”
পুলিশ সংস্কার কমিশন গঠনকে কেন্দ্র করে আইজিপি বলেন, “পুলিশের পক্ষ থেকে আমরা স্বতন্ত্র পুলিশ কমিশন গঠনের জন্য সুপারিশ করেছি, যাতে পুলিশকে কিছু অটোনমি বা স্বায়ত্তশাসন দেওয়া যায় এবং কর্তৃপক্ষের চাপের মুখোমুখি না হতে হয়।”
তিনি আরও জানান, “এখন পর্যন্ত কমিশন সেই সুপারিশগুলি উপস্থাপন করেনি, তবে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এসব বাস্তবায়ন করার কথা বলেছে।”