প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর কর্পোরেট সেবা ব্যবহারের লক্ষ্যে জলসিঁড়ি আবাসন প্রকল্পে ডেটা সেবা ব্যবহার করে অত্যাধুনিক স্ট্রিট লাইট কন্ট্রোলিং সিস্টেম পরিচালনার জন্য প্রিস্টিন ক্রসিং পয়েন্ট লিমিটেড (পিসিপিএল) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় টেলিটক বাংলাদেশ লিমিটেড সাশ্রয়ী মূল্যে পিসিপিএল-কে ডেটা সেবা ও বিভিন্ন কর্পোরেট ডিজিটাল সেবা প্রদান করবে।
চুক্তিতে প্রিস্টিন ক্রসিং পয়েন্ট লিমিটেড-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ হারুন এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর পক্ষে অতিরিক্ত মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. সাইফুর রহমান খান স্বাক্ষর করেন।
এ সময় টেলিটক-এর মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) সালেহ মোঃ ফজলে রাব্বী, পিসিপিএল-এর নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে জলসিঁড়ি আবাসন প্রকল্পে স্মার্ট স্ট্রিট লাইটিং সিস্টেম বাস্তবায়নের পথ আরও সুগম হলো।