প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫
সারাদিন ডেস্ক
জুলাই বিপ্লব, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং সাবেক সরকারের দুর্নীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২৭ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত ভিডিও সাক্ষাৎকারটি নিয়েছেন সাংবাদিক নিয়েভ বার্কার। সেখানে প্রধান উপদেষ্টার কাছে শেখ হাসিনাসহ বিভিন্ন প্রসঙ্গে প্রশ্ন করা হয়।
এক প্রশ্নের জবাবে ড. ইউনূস জানান, বিমসটেক সম্মেলনের ফাঁকে তার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয়েছিল। তিনি মোদিকে অনুরোধ করেছিলেন শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে। তবে মোদি স্পষ্ট জানান, এটি তার পক্ষে সম্ভব নয়, কারণ ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম উন্মুক্ত এবং সেখানে মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। ফলে শেখ হাসিনা যা বলবেন, তা তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
আল জাজিরার সাংবাদিক জানতে চান, ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিষয়ে অন্তর্বর্তী সরকার কী ভাবছে। জবাবে ড. ইউনূস বলেন, “আমি মোদিকে বলেছি, যদি আপনি তাকে রাখতে চান, তাহলে রাখুন। তবে তার উচিত হবে কথা বলা বন্ধ রাখা। কারণ তার বক্তব্য বাংলাদেশের মানুষের মাঝে উত্তেজনা সৃষ্টি করছে এবং আমাদের সমস্যায় ফেলছে।”
এ সময় নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে ড. ইউনূস জানান, দেশের রাজনৈতিক দলগুলো যদি ‘সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ’ নিয়ে একমত হয়, তাহলে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে। তবে ‘বৃহৎ সংস্কার প্যাকেজ’ চাইলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে।