প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫
সারাদিন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি করেছেন। তিনি বলেন, ‘এত সুশীলতা দেখিয়ে লাভ নেই, ধর্ষকদের শাস্তি কঠোর হতে হবে।’
শহীদ জসিম উদ্দিনের কলেজ পড়ুয়া মেয়ে লামিয়ার আত্মহত্যা নিয়ে তিনি এ মন্তব্য করেন। শনিবার (২৬ এপ্রিল) রাতে লামিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সারজিস আলম। গণমাধ্যমের সঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “যে ভাই আমাদের নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, তার মেয়ে লামিয়ার সঙ্গে এমন ঘটনা ঘটে, তা হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করে। এমন ঘটনা পৃথিবীর কোনো বোনের সঙ্গেই ঘটুক, তা কেউ প্রত্যাশা করেন না।”
এনসিপি নেতা আরও বলেন, ‘এখন সময় এসেছে, ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো নারীকে হারাতে না হয়।” তিনি দাবি করেন, “সরকারের উচিত ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করা, কারণ কিছু মানুষ তাদের কর্মকাণ্ডের জন্য মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি প্রাপ্য।’
এনসিপির এই নেতা জানান, ২০০০ সালের দিকে বাংলাদেশে এসিড নিক্ষেপের ঘটনায় শাস্তি কঠোর করার পর এটি অনেক কমে গিয়েছিল। “এখন সময় এসেছে, ধর্ষকদের ক্ষেত্রেও একই রকম শাস্তি কার্যকর করা প্রয়োজন,” বলেন তিনি।
উল্লেখ্য, ১৮ মার্চ পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে শহীদ জসীম উদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণের শিকার হন। ঘটনার পর আসামিরা গ্রেপ্তার হলেও মামলাটি এখনও তদন্তাধীন। তবে আসামিদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে পরিবারের তরফে।