প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫
সারাদিন ডেস্ক
পূর্বঘোষণা ছাড়াই সিন্ধুর উপনদী ঝিলামের পানি ছেড়ে দিয়েছে ভারত। এতে মাঝারি ধরনের বন্যার কবলে পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একাংশ।
শনিবার (২৬ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদের বিভাগীয় প্রশাসনের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের তুলনায় বেশি পানি ছেড়েছে, যার ফলে হঠাৎ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে, পাকিস্তানকে না জানিয়ে ভারত নদীর পানি ছেড়ে দেয়। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ থেকে ছাড়ানো পানি পাকিস্তানের চাকোঠি দিয়ে প্রবেশ করছে। নদীতীরের গ্রামগুলোতে মসজিদ থেকে মাইকিং করে লোকজনকে সতর্ক করা হচ্ছে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, ঝিলাম নদী সিন্ধু নদের একটি উপনদী। সম্প্রতি জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে দায়ী করে ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করেছে। এরপরই সিন্ধুর পানি প্রবাহ বন্ধের হুমকি দেয় নয়াদিল্লি।
পাকিস্তান বলছে, সিন্ধুর প্রবাহ বন্ধ করার চেষ্টা করা হলে তারা এটিকে যুদ্ধের ঘোষণা হিসেবে দেখবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো আরও কড়া ভাষায় বলেছেন, ‘সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত।’
এদিকে ভারতের জলশক্তিমন্ত্রী জানিয়েছেন, সিন্ধুর প্রবাহ বন্ধে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি তিনটি পরিকল্পনায় কাজ চলছে। শিগগিরই নদীর প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।