প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫
সারাদিন ডেস্ক
অতিরিক্ত সময়ের নাটকীয় মুহূর্তে জুলস কুন্দের গোলে রিয়াল মাদ্রিদকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোপা দেল রে’র শিরোপা জিতেছে বার্সেলোনা।
রোববার (২৭ এপ্রিল) ভোরে সেভিয়ার এস্তাদিও দে লা কার্তুইয়ায় অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে বার্সা এগিয়ে যায় পেদ্রির গোলে। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে ও আহেলিয়া চুয়ামেনির গোলে রিয়াল এগিয়ে গেলেও ফেরান তোরেস গোল করে বার্সাকে সমতায় ফেরান। অতিরিক্ত সময়ে কুন্দের নিচু শটে জয়সূচক গোল পায় কাতালানরা।
এই জয়ে চলতি মৌসুমে দ্বিতীয় শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। এর আগে স্প্যানিশ সুপার কাপেও রিয়ালকে হারিয়েছিল তারা। কোপা দেল রে’র ইতিহাসে এটি বার্সার ৩২তম শিরোপা, যা সর্বোচ্চ।
ফাইনালে শুরু থেকে আধিপত্য বিস্তার করে বার্সা। প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করে তারা। দ্বিতীয়ার্ধে রিয়াল ফিরে এলেও শেষ হাসি হেসেছে বার্সেলোনা। ম্যাচের শেষদিকে রিয়াল মাদ্রিদের দুই খেলোয়াড় রুডিগার ও লুকাস ভাজকেজ লাল কার্ড দেখেন।রিয়ালকে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা
অতিরিক্ত সময়ের নাটকীয় মুহূর্তে জুলস কুন্দের গোলে রিয়াল মাদ্রিদকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোপা দেল রে’র শিরোপা জিতেছে বার্সেলোনা।
রোববার (২৭ এপ্রিল) ভোরে সেভিয়ার এস্তাদিও দে লা কার্তুইয়ায় অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে বার্সা এগিয়ে যায় পেদ্রির গোলে। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে ও আহেলিয়া চুয়ামেনির গোলে রিয়াল এগিয়ে গেলেও ফেরান তোরেস গোল করে বার্সাকে সমতায় ফেরান। অতিরিক্ত সময়ে কুন্দের নিচু শটে জয়সূচক গোল পায় কাতালানরা।
এই জয়ে চলতি মৌসুমে দ্বিতীয় শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। এর আগে স্প্যানিশ সুপার কাপেও রিয়ালকে হারিয়েছিল তারা। কোপা দেল রে’র ইতিহাসে এটি বার্সার ৩২তম শিরোপা, যা সর্বোচ্চ।
ফাইনালে শুরু থেকে আধিপত্য বিস্তার করে বার্সা। প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করে তারা। দ্বিতীয়ার্ধে রিয়াল ফিরে এলেও শেষ হাসি হেসেছে বার্সেলোনা। ম্যাচের শেষদিকে রিয়াল মাদ্রিদের দুই খেলোয়াড় রুডিগার ও লুকাস ভাজকেজ লাল কার্ড দেখেন।