প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫
কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে মহড়া দিয়ে স্লোগান দেওয়ার ঘটনায় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রেজাউল করিম নাফিজ (১৮), সিফাত হোসেন (১৬), আরমান ইসলাম রাজিম (১৭) ও রাকিব হোসেন (১৬)।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভিডিও ভাইরালের পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। আজ (শনিবার) গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হবে।
এর আগে শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগরীর রানীর দিঘির পাড়, তালপুকুরপাড় ও আদালতপাড়া এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় তারা স্লোগান দিতে দিতে এলাকায় ঘুরে বেড়ায়। সড়কের দুই পাশে সাধারণ মানুষজন ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শুরু হয় তোলপাড়।
পুলিশ জানায়, এই গ্যাংয়ের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।