প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫
জ্যেষ্ঠ প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস (বাংলাদেশ হাউস) পরিদর্শন করেছেন। পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানাতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন তিনি।
শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে রোমে পৌঁছালে তাকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, শনিবার (২৬ এপ্রিল) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। তার আগে মরদেহ জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শায়িত রাখা হয়েছে।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রয়াত পোপ ছিলেন ড. ইউনূসের কাজের এক বিশাল অনুরাগী। বিশ্বব্যাপী প্রান্তিক জনগণের জন্য তার উদ্যোগ এবং ‘তিন শূন্য’ (বেকারত্ব, দারিদ্র্য ও কার্বন নিঃসরণ মুক্ত) দৃষ্টিভঙ্গির প্রতি পোপের গভীর সম্মান ছিল।
তিনি আরও জানান, অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো ইনিশিয়েটিভ’-এর সূচনায় ভ্যাটিকান সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. ইউনূসের দূরদর্শী ধারণার একটি অংশ।
উল্লেখ্য, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবেন ড. ইউনূস। এরপর রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টায় তিনি দেশের উদ্দেশ্যে রওনা করবেন এবং সোমবার ভোরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।