প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫
সারাদিন ডেস্ক
কাশ্মীরের পেহেলগামে পর্যটন এলাকায় ২৬ জন হত্যার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, আন্তর্জাতিক তদন্তকারীদের সঙ্গে কাজ করতেও তারা প্রস্তুত। শুক্রবার (২৫ এপ্রিল) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, পাকিস্তান ‘আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাধ্যমে পরিচালিত যেকোনো তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত।’
উল্লেখ্য, গত মঙ্গলবারের হামলায় পাকিস্তানিদের সম্পৃক্ততার অভিযোগ তুলেছে ভারত। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করেছে। কাশ্মীরের দুটি অংশই ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণ করে আসছে।
হামলার পর ভারত সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তান ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।
খাজা আসিফ অভিযোগ করেন, ‘ভারত হামলার পরবর্তী পরিস্থিতিকে পানি চুক্তি স্থগিতের মতো সিদ্ধান্তে ব্যবহার করেছে এবং এটি তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট পদক্ষেপ।’
তিনি আরও বলেন, ‘কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে শাস্তি দিতে ভারত তড়িঘড়ি পদক্ষেপ নিচ্ছে। আমরা চাই না এই যুদ্ধ আরও ছড়িয়ে পড়ুক, কারণ এই আগুন জ্বলে উঠলে গোটা অঞ্চলে বিপর্যয় নেমে আসবে।’
এদিকে ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ নামের একটি ছোট জঙ্গি সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার দায় স্বীকার করেছে।
ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো বলছে, ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ বা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ আসলে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বা ও হিজবুল মুজাহিদিনের একটি ছত্রছায়া সংগঠন।
তবে প্রতিরক্ষামন্ত্রী আসিফ এই অভিযোগ নাকচ করে বলেন, লস্কর-ই-তৈয়বা বর্তমানে নিষ্ক্রিয়। তাদের পাকিস্তান-নিয়ন্ত্রিত অঞ্চলে কোনো সঙ্ঘটিত কার্যক্রম নেই। তিনি দাবি করেন, “যাদের কিছু অস্তিত্ব আছে, তারা গৃহবন্দি বা হেফাজতে রয়েছে। সক্রিয় কোনো তৎপরতা নেই।”