প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৫
সারাদিন ডেস্ক
কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারতীয় সেনা চৌকির দিকে গুলি ছোড়ে পাকিস্তানি বাহিনী। জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলিবর্ষণ করে।
শুক্রবার (২৫ এপ্রিল) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে পাকিস্তান এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বা দেশটির গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন আসেনি। সেনা সূত্রে জানা গেছে, গোলাগুলির এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামের বৈসারণ উপত্যকায় এক সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক। ভারত এ হামলার জন্য পাকিস্তানভিত্তিক একটি জঙ্গিগোষ্ঠীকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করেছে।
হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তীব্র হয়ে ওঠে। ভারত ও পাকিস্তান একে অপরের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের ঘোষণা দেয়। পাশাপাশি ওয়াঘা-আটারি সীমান্ত চৌকি বন্ধের সিদ্ধান্তও নেয় উভয় দেশ।
ভারত ‘সার্ক ভিসা ছাড়’ সুবিধায় থাকা পাকিস্তানি নাগরিকদের বিশেষ ভিসা বাতিল করার পর, জবাবে পাকিস্তানও ভারতীয় নাগরিকদের একই সুবিধা বাতিল করে।
এ ছাড়া ভারত ‘সিন্ধু নদ পানি চুক্তি’ স্থগিত করলে, পাকিস্তানও ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত ঘোষণা করে এবং দেশটির বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়।