প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি যেকোনো মূল্যে দেশে গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় অনলাইনে যুক্ত হয়ে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলা বিএনপির কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালায় বিএনপির ঘোষিত ৩১ দফা নিয়ে আলোচনা করেন প্রশিক্ষণ সেলের নেতারা।
তারেক রহমান বলেন, “বিগত ১৫ বছর ধরে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে আছে। এই সংগ্রামে বহু নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। তাদের এই আত্মত্যাগ যেন বৃথা না যায়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে যুদ্ধ না হলেও শিশুহত্যা হয়েছে। গত জুলাই-আগস্টের আন্দোলনে প্রায় ১০০ শিশু হত্যার শিকার হয়েছে, যা এক পলাতক স্বৈরাচারের অত্যাচারেরই ফল। তাদের এই বলিদান শুধুই গণতন্ত্রের জন্য।”
বিএনপির সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, “সংস্কার বিএনপিতে শহীদ জিয়ার আমল থেকেই শুরু হয়েছে। এটা একটি চলমান প্রক্রিয়া। আমরা শুধু ৩১ দফা দিয়েই থেমে থাকিনি, তা মানুষের দ্বারে পৌঁছে দিচ্ছি নেতাকর্মীদের মাধ্যমে।”
তিনি দাবি করেন, দেশের ৭০ ভাগ ভালো কাজ বিএনপির সময়ে হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, পরিবেশসহ নানা ক্ষেত্রে সাফল্য এসেছে বিএনপির হাত ধরেই।
জনগণের আস্থা বিষয়ে তারেক রহমান বলেন, “জনগণ মনে করে, দেশ ও মানুষের জন্য ভালো কিছু করার সক্ষমতা বিএনপির আছে। এই আস্থা ধরে রাখতে হবে। যেকোনো মূল্যে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে লক্ষ্য। নারীদের ফ্রি শিক্ষা চালু করা হবে এবং জাতীয় সংসদে তাদের জন্য আসন সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা হবে।”
তারেক রহমান অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চলছে এবং একটি অদৃশ্য প্রতিপক্ষ এখন দৃশ্যমান হতে শুরু করেছে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।
কর্মশালায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ ও দিনাজপুর জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল প্রমুখ।