প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫
সারাদিন ডেস্ক
ইসরায়েলের মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। একই সময়ে দাবানলের ভয়াবহতা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যেও। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু ও ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।
ইসরায়েল:
প্রচণ্ড গরম ও তীব্র বাতাসের কারণে রাজধানী জেরুজালেমের নিকটবর্তী মোশাভ তারুম, ইত শেমেশ, এশতাওল, বেইত মেইর ও মেসিলাত জিওন এলাকায় দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। আগুনের বিস্তার ঠেকাতে এসব অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
ইসরায়েলের আবহাওয়া অফিস জানিয়েছে, দাবানলের প্রভাবে তাপমাত্রা আরও বাড়বে এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে। বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত (সম্ভাব্য ২৫ এপ্রিল) আগুন জ্বলতেই থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সারা দেশ থেকে আসা ১০০ জনের বেশি দমকল কর্মী, ১১টি অগ্নিনির্বাপক বিমান ও একটি হেলিকপ্টার। তাদের সঙ্গে যোগ দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। জেরুজালেম পাহাড়ে কাজ করতে গিয়ে অন্তত তিনজন দমকল কর্মী আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র:
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ জার্সির পাইনল্যান্ডস এলাকায় মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে ইতোমধ্যে ১১,৫০০ একরের বেশি বনভূমি পুড়ে গেছে। এটি গত দুই দশকে নিউ জার্সিতে হওয়া সবচেয়ে বড় দাবানলে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
দুই দেশের এই প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রস্তুতির ঘাটতির একটি বড় উদাহরণ হয়ে উঠছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।