প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতির অভিযোগে শেখ পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা হলেন—খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন, তার ভাই শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল এবং বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটির উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান এই চারজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগ রয়েছে—সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের একটি অংশ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন। এদের মধ্যে কেউ কেউ ওই সম্পদ হস্তান্তর করে বিদেশে পালানোর চেষ্টা করছেন। তদন্ত যাতে ব্যাহত না হয়, সেজন্য বিদেশ গমন নিষিদ্ধ করা হয়েছে।