প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্স ঘিরে শুরু হওয়া বিতর্কের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বিষয়টি ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ হতে পারে—এমনটি বুঝিয়ে বলার পর তার বাবা নিজেই লাইসেন্স বাতিলের আবেদন করেন এবং সেটি বাতিলও হয়েছে।
সজীব লিখেছেন, “প্রথমেই আমার বাবার ভুলের জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত ৯টার দিকে একজন সাংবাদিক বাবার নামে ঠিকাদারি লাইসেন্স বিষয়ে জানতে চাইলে, বাবার সঙ্গে কথা বলে জানতে পারি, তিনি জেলা পর্যায়ের একটি লাইসেন্স নিয়েছেন। বিষয়টি সাংবাদিককে নিশ্চিত করলে, তা গণমাধ্যমে প্রকাশিত হয়।”
তিনি জানান, তাঁর বাবা আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় এক ঠিকাদারের পরামর্শে কাজ পাওয়ার সুবিধার্থে এই লাইসেন্স করা হয়। তবে এ বিষয়ে আসিফ মাহমুদ সজীব বলেন, “আমি যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছি, সেই অবস্থানে থেকে বাবার ব্যবসায়িক সম্পৃক্ততা থাকা অনুচিত।”
তিনি আরও জানান, “ওই লাইসেন্স ব্যবহার করে কোথাও কোনো কাজের জন্য আবেদন করা হয়নি।”
ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “বাবা হয়তো ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ বিষয়টি বুঝতে পারেননি। তাই তাঁর পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি।”