প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের সম্ভাবনাময় বাজারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে বসুন্ধরায় ‘মিট বাংলাদেশ এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “বাংলাদেশের রপ্তানি এখনো একটি পণ্যের ওপর বেশি নির্ভরশীল। বহুমুখীকরণ, দুর্নীতি দূরীকরণ এবং স্বচ্ছতা বৃদ্ধি করতে হবে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য।”
বাণিজ্য উপদেষ্টা জানান, বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সম্প্রতি সফলভাবে একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে, যেখানে দেশের বিনিয়োগ সুযোগ তুলে ধরা হয়। তিনি দেশের উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তারা নানা প্রতিকূলতার মাঝেও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।”
প্রদর্শনীতে দেশি-বিদেশি মিলিয়ে ১২০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সিঙ্গাপুর, লিবিয়া, কলম্বিয়া, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত, ভুটান, মালদ্বীপ ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের সোর্সিং এজেন্ট ও ক্রেতারা এক্সপোতে অংশ নিয়েছেন। তারা প্রদর্শনী শেষে বাংলাদেশি বিভিন্ন শিল্পকারখানাও পরিদর্শন করবেন।