প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫
সারাদিন ডেস্ক
নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছেন। আগামী ২৫ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এক অনুষ্ঠানে দলের নাম এবং মূলনীতি প্রকাশ করবেন তিনি।
নিসচার ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ জানিয়েছেন, নতুন দলটির নাম হবে ‘জনতার পার্টি বাংলাদেশ’।
দীর্ঘদিন ধরে ইলিয়াস কাঞ্চন সড়ক নিরাপত্তা ইস্যুতে জনসচেতনতা গড়ে তুলেছেন। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকেই তিনি এ আন্দোলনে যুক্ত হন এবং গড়ে তোলেন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ সংগঠন।
বিগত সময়ে বিভিন্ন মহল থেকে তাকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানো হলেও এবারই তিনি প্রথমবারের মতো সরাসরি রাজনীতিতে পা রাখতে যাচ্ছেন।