প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫
সারাদিন ডেস্ক
মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে সরকার দ্বিতীয় একটি ট্রাইব্যুনাল গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বুধবার (২৩ এপ্রিল) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। বর্তমানে একটি ট্রাইব্যুনালে বিচার কাজ চললেও নতুন ট্রাইব্যুনাল চালু হলে কার্যক্রমে গতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
চিফ প্রসিকিউটর জানান, সম্প্রতি আলোচিত চারটি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মামলাগুলো হলো—আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনা, চানখারপুল হত্যাকাণ্ড, রামপুরায় কার্নিশে ঝুলে থাকা কিশোরকে গুলির ঘটনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা।
তিনি বলেন, এসব মামলার তদন্ত প্রতিবেদন খুব শিগগিরই আদালতে দাখিল করা হবে এবং ট্রাইব্যুনাল গ্রহণ করলেই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচার পরিচালনার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বর্তমানে ২০২৩ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলন দমনকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম চলছে।
প্রসিকিউশন টিম সূত্রে জানা যায়, বর্তমানে চিফ প্রসিকিউটরসহ ১৭ জন প্রসিকিউটর এবং ২৪ জন তদন্ত কর্মকর্তা এ ট্রাইব্যুনালের অধীনে কাজ করছেন।
গত ১০ এপ্রিলের তথ্য অনুযায়ী, ট্রাইব্যুনালে জমা পড়া ৩ শতাধিক অভিযোগের মধ্যে ৩৯টির তদন্ত চলছে এবং ২২টি মামলায় প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ সব মামলায় মোট অভিযুক্ত ১৪১ জনের মধ্যে ৫৪ জন গ্রেপ্তার এবং ৮৭ জন পলাতক।