প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের লোগোতে বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন লোগোতে পালতোলা নৌকা তুলে ফেলে তার জায়গায়োপরে তিনটি পাটপাতা, দুই পাশে ধান–গমের শীষ এবং মাঝখানে পানিতে ভাসমান শাপলা ছবি যুক্ত করা হয়েছে। নীচে বাংলায় বড় অক্ষরে ‘পুলিশ’ লেখা থাকবে।
সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে পুলিশের পোশাকবিধি সংশোধনের ওপর চারুকলা অতিরিক্ত একটি প্রজ্ঞাপন জারি করে আইন বিভাগ। পরবর্তীতে পুলিশ সদরদপ্তরের ভেরিফাইড ফেসবুক পেজে নতুন লোগো ও মনোগ্রাম প্রকাশ করা হয়।
পুলিশ মনোগ্রামের সবশেষ সংস্করণ আসে ২০০৯ সালে, যখন ‘নৌকা’ প্রতীকটির দুই পাশে ধান–গমের শীষ ও একক শাপলা ফুল সংযুক্ত হয়েছিল। এর আগে ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে একটি বিভাজ্য লোগো (মনোগ্রাম) অনুমোদিত হয়েছিল।
গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতা আন্দোলনের পর ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে পুলিশের পোশাক ও লোগো বদলের দাবি উঠেছিল। ১১ আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেনের সঙ্গে সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়।