প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সফলতা অর্জনে এখনো অনেক পরিশ্রম প্রয়োজন। নেতাকর্মীদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা জনসমর্থনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, তাদের দল থেকে সরিয়ে দিতে হবে—না হলে সব অর্জন বৃথা যাবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলা বিএনপির ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ’ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি কর্মশালায় অংশ নেওয়া নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাবনার উত্তর দেন।
তারেক রহমান বলেন, ‘রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। প্রতিটি ঘরে ঘরে এই দফাগুলো পৌঁছাতে হবে। এ দায়িত্ব জেলা ও উপজেলা নেতাকর্মীদেরই নিতে হবে। আমরা যদি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হই, তবে প্রতিশ্রুতি অনুযায়ী ৩১ দফা বাস্তবায়ন করব।’
তিনি আরও বলেন, ‘বিএনপির রাজনীতি এই দেশের মানুষের দুঃখ-কষ্ট লাঘবের জন্য। তিস্তা নদী নিয়ে অনেক রাজনীতি হয়েছে। প্রায় তিন কোটি মানুষের জীবন-জীবিকা এই নদীর সঙ্গে জড়িত। কখনো অতিরিক্ত পানি, কখনো পানির অভাব। পরিকল্পিতভাবে খাল খনন, নদীশাসন, বন্যা নিয়ন্ত্রণ, সেচ সুবিধা ও পানির সংরক্ষণ নিশ্চিত করার মাধ্যমে আমরা এই প্রকল্প বাস্তবায়ন করব।’
কৃষকদের সেচ সুবিধা এবং বন্যা থেকে রক্ষার লক্ষ্যে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে তিস্তা প্রকল্প যেকোনো মূল্যে বাস্তবায়নের ঘোষণা দেন তিনি।
দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ আয়তনে ছোট হলেও, জনসংখ্যার ভিত্তিতে বড় একটি দেশ। প্রতিটি অঞ্চলের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি আছে, যা আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। অতীতে বিএনপি সাংস্কৃতিক বিকাশে নানা পদক্ষেপ নিয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
তিনি আরও জানান, ‘সংস্কৃতি ও খেলাধুলাকে প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত করা হবে, যাতে শিশুরা মানসিক ও শারীরিকভাবে সুস্থভাবে বেড়ে উঠতে পারে।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা ও নেওয়াজ হালিমা আরলি।