প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫
সারাদিন ডেস্ক
কাতারের দোহায় ‘আর্থনা’ শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট (কিউএফডি)-এর চেয়ারপারসন শেখ থানি বিন হামাদ বিন খলিফা আল-থানির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২২ এপ্রিল) এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়া একই দিন ড. ইউনূস কাতার চ্যারিটির আন্তর্জাতিক অপারেশনস সেক্টরের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদির সঙ্গেও পৃথক বৈঠক করেন।
এর আগে সোমবার (২১ এপ্রিল) রাত ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দোহায় পৌঁছান প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহা অভিমুখে যাত্রা করেন।
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
দোহায় চলমান ‘আর্থনা’ সম্মেলনের এবারের প্রতিপাদ্য— ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।’
সম্মেলনে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় হচ্ছে।