প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫
সারাদিন ডেস্ক
মার্কিন পপ তারকা জাস্টিন বিবার আবারও আলোচনায়। কোচেল্লা উৎসবে তার ধূমপান ও অস্বাভাবিক আচরণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওগুলো দেখে অনেক ভক্তই তার শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু রহস্যজনক পোস্ট করে জাস্টিন, যা তার স্ত্রী হেইলি বিবারের সঙ্গে সম্পর্ক ভাঙনের গুঞ্জন আরও জোরালো করে। কোচেল্লায় তাকে একাধিকবার ধূমপান করতে দেখা যায় এবং তার চেহারায় ছিল ক্লান্তির ছাপ, যা ভক্তদের মধ্যে শঙ্কা সৃষ্টি করেছে।
একজন এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী লেখেন, “হলিউড এই ছেলেটার সঙ্গে কী করেছে? কেউ যেন তার খবরই রাখে না।” আরেকজন বলেন, “জাস্টিনের পাশে কেউ নেই? ওর সাহায্য দরকার, কিন্তু কেউ শুনছে না।”
একটি ভিডিওতে হেইলি বিবার এবং সম্ভবত জাস্টিনের সৎভাই জ্যাকসনকেও দেখা যায়। ভিডিওতে দাবি করা হয়, হেইলি বিবার ছোট ভাই জ্যাকসনকে সেখান থেকে সরিয়ে নিচ্ছিলেন, যখন জাস্টিন পাশেই বসে ছিলেন ও মাদক গ্রহণ করছিলেন বলে ধারণা করা হয়। ভিডিওর এক ক্যাপশনে লেখা হয়, “জাস্টিনের এমন অবস্থায় হেইলিকে ছোট ভাইকে সরিয়ে নিতে হচ্ছে—বিষয়টি খুব কষ্টদায়ক।”
অন্যদিকে, জাস্টিন ও হেইলির সম্পর্ক নিয়ে চলছে জোরালো গুঞ্জন। রাডার অনলাইনের একটি সূত্র জানিয়েছে, তারা বিচ্ছেদ এড়াতে থেরাপির আশ্রয় নিচ্ছেন এবং সম্পর্কটিকে টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করছেন।