প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫
সারাদিন ডেস্ক
শেষ পর্যন্ত রান রেটের সূক্ষ্ম ব্যবধানে হাসলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি জিতলেও বিশ্বকাপের টিকিট মেলেনি তাদের। ০.০১ নেট রানরেটের ব্যবধানে মূলপর্বে জায়গা করে নিয়েছে নিগার সুলতানার দল।
শনিবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারের নাটকীয় শেষ দিনে বাংলাদেশ হেরে যায় পাকিস্তানের কাছে। কিন্তু বিশ্বকাপে যাওয়ার আশা তখনও শেষ হয়নি। সমীকরণ ছিল—ওয়েস্ট ইন্ডিজকে থাইল্যান্ডের বিপক্ষে ১৬৭ রান তাড়া করতে হবে ১০.১ ওভার কিংবা ১১ ওভারের মধ্যে। তবে ১১ ওভারে জিততে হলে শেষ ওভারে এক চার ও এক ছক্কা হাঁকাতেই হতো। কিন্তু স্টেফানি টেইলর সোজাসুজি ছয় হাঁকানোয় জয় পেলেও হার মানে নেট রানরেটে।
ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ শেষে তাদের নেট রানরেট দাঁড়ায় ০.৬৩। আর বাংলাদেশ থেকে যায় ০.৬৪ তে। ব্যাট হাতে মারকাটারি পারফরম্যান্স দেখিয়েও তাই মূলপর্বে জায়গা হয়নি ক্যারিবিয়ানদের।
এর আগে থাইল্যান্ডের ব্যাটার নাত্তাখাম চাংথামের একক নৈপুণ্যে স্কোরবোর্ডে জমা পড়ে ১৬৬ রান। একসময় মাত্র ৮৫ রানে ৭ উইকেট হারানো দলটি চাংথামের ৬৬ রানের দৃঢ় ইনিংসে লড়াকু স্কোর গড়ে তোলে। তার একার লড়াইটাই শেষ পর্যন্ত কাজে আসে বাংলাদেশের।
জবাবে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার হেইলি ম্যাথিউস ও কিয়ানা জোসেফ শুরুতেই আগ্রাসী ব্যাটিং করেন। কিয়ানা করেন ১২ বলে ২৬ রান। অধিনায়ক ম্যাথিউস খেলেন ২৮ বলে ৭০ রানের ইনিংস। তিনে নামা শ্যানেল হেনরি ১৭ বলে করেন ৪৮ রান।
শেষ ওভারে সমীকরণ ছিল—১৬৬ করতে হলে এক চার, আর ১৭২ করতে হলে এক ছক্কা। ম্যাচের শেষ ওভারের দ্বিতীয় বলে স্টেফানি টেইলর ছক্কা হাঁকালেও তাতে লাভ হয়নি—তারা থাইল্যান্ডের চেয়ে বেশি রান করলেও সময়ের হিসাবে পিছিয়ে থেকে হার মানে বিশ্বকাপের মঞ্চে।
অবশেষে নাটকীয় এ সমীকরণ মিলিয়ে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিল বাংলাদেশ।