প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৫
সারাদিন ডেস্ক
রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে ভোরবেলা চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে সোনার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মিরপুর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তি ইমরান খান শাকিল ওরফে শাকিল। তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল, চাপাতি ও ছিনতাইকৃত ২,৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিসি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে ভুক্তভোগীকে শনাক্ত করে মামলা রুজু করা হয়। এরপর অভিযান চালিয়ে মূল অভিযুক্ত শাকিলকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী অন্য দুই সহযোগীর নামও জানা গেছে। তাদের ধরতে অভিযান চলছে।
তিনি আরও জানান, এই চক্রটি শুধু মিরপুর নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে থাকে। গ্রেফতার শাকিলের বিরুদ্ধে একাধিক মাদক ও অন্যান্য অপরাধের মামলা রয়েছে।
মিরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, একসময় এই এলাকায় ছিনতাই-ডাকাতির প্রবণতা বেশি ছিল। দায়িত্ব নেওয়ার পর আমরা অপরাধীদের একটি প্রোফাইল তৈরি করে ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।