প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৫
সারাদিন ডেস্ক
ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে সহজ জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার দল ৪ উইকেট ও ১১ বল হাতে রেখে হারিয়েছে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদকে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদ করে ৫ উইকেটে ১৬২ রান। জবাবে মুম্বাই ১৬.১ ওভারে ৬ উইকেটে পৌঁছে যায় লক্ষ্যে।
১৬৩ রানের টার্গেটে রোহিত শর্মার ১৬ বলে ২৬ আর রায়ান রিকেলটনের ২৩ বলে ৩১ রানের ইনিংসে ভালো শুরু পায় মুম্বাই। এরপর উইল জ্যাকস ও সূর্যকুমার যাদব গতি ধরে রাখেন। সূর্য ১৫ বলে ২৬ ও জ্যাকস ২৬ বলে করেন ৩৬ রান।
জ্যাকস ফেরার পর হার্দিক পান্ডিয়া ঝড় তোলেন। মাত্র ৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২১ রান করে ফেরেন তিনি। তিলক ভার্মা অপরাজিত থাকেন ১৭ বলে ২১ রানে।
হায়দরাবাদের হয়ে কামিন্স ২৬ রানে ৩টি এবং ইশান মালিঙ্গা ৩৬ রানে ২টি উইকেট নেন।
এর আগে হায়দরাবাদের ব্যাটিং শুরুটা ছিল ঝড়ো। পাওয়ার প্লেতে আসে ৪৬ রান। অভিষেক শর্মা ২৮ বলে করেন ৪০। ট্রাভিস হেড ২৯ বলে ২৮ রান করে থামেন। এরপর থেকে ধীরগতির ব্যাটিংয়ে পিছিয়ে পড়ে হায়দরাবাদ।
নিতিশ রেড্ডি (২১ বলে ১৯) ও হেনরিখ ক্লাসেন (২৮ বলে ৩৭) চেষ্টা করেও দ্রুত রান তুলতে পারেননি। শেষদিকে অনিকেত ভার্মা ৮ বলে ১৮ ও কামিন্স ৪ বলে ৮ রান করলে ১৬২ রানে পৌঁছায় দলটি।
মুম্বাইয়ের পক্ষে উইল জ্যাকস ১৪ রানে নেন ২ উইকেট।
এই জয়ে প্লে-অফে যাওয়ার আশা কিছুটা বাঁচিয়ে রাখলো মুম্বাই।