প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫
সারাদিন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশিত ২০২৫ সালের ‘টাইম ১০০: বিশ্বের প্রভাবশালী ব্যক্তি’ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি স্থান পেয়েছেন ‘লিডার্স’ ক্যাটাগরিতে।
এই তালিকায় আরও আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোম এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
টাইম ম্যাগাজিনে ড. ইউনূস সম্পর্কে লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি বলেন, গত বছর ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশের স্বৈরশাসক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর, পরিচিত এক নেতার আবির্ভাব ঘটে—নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যেতে নেতৃত্ব দেন।
তিনি আরও বলেন, কয়েক দশক আগে, ড. ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুদ্রঋণ ব্যবস্থা চালু করেন। এর মাধ্যমে লাখো মানুষ নিজেদের ব্যবসা শুরু করতে পেরেছেন, পরিবার চালাতে সক্ষম হয়েছেন এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার হয়েছে। ক্ষুদ্রঋণের সুবিধাভোগীদের ৯৭ শতাংশই নারী।
ড. ইউনূসের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করে হিলারি বলেন, আমি ইউনূস সাহেবের সঙ্গে প্রথম দেখা করি, যখন তিনি ক্ষুদ্রঋণের অনুরূপ একটি প্রকল্প আরকানসাসে চালু করতে আমাদের সহায়তা করতে এসেছিলেন। তৎকালীন গভর্নর বিল ক্লিনটনের (পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট) আমন্ত্রণে তিনি সেখানে যান। এরপর আমি বিশ্বের যেখানে গেছি, সেখানেই তার কাজের অসাধারণ প্রভাব দেখেছি।
বর্তমান প্রসঙ্গে হিলারি ক্লিনটন বলেন, এখন তিনি দেশের ডাকে আরেকবার সাড়া দিয়েছেন। বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে মুক্ত করতে, মানবাধিকার প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক একটি সমাজ গঠনে তিনি নেতৃত্ব দিচ্ছেন। সূত্র: টাইম ম্যাগাজিন