প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আন্তর্জাতিক মানের প্রিন্টার ব্র্যান্ড ‘ব্রাদার’ ঘোষণা করেছে বিশেষ অফার— “ব্রাদার প্রিন্টারে বৈশাখী অফার”। নতুন বছরের আনন্দে গ্রাহকদের ভাগীদার করতে ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ১৫ মে ২০২৫ পর্যন্ত।
অফার অনুযায়ী, এই সময়ের মধ্যে ব্রাদার টোনার বক্স সিরিজের যেকোনো প্রিন্টার কিনলেই গ্রাহক পাচ্ছেন ১,০০০ টাকার প্রাইজ বন্ড বা ক্যাশ ভাউচার, একেবারে নিশ্চিতভাবে। এটি শুধুমাত্র ছাড় নয়, বরং গ্রাহকদের প্রতি ব্রাদারের কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানোর একটি উদ্যোগ।
অফারের মূল আকর্ষণ:
১,০০০ টাকার প্রাইজ বন্ড বা ক্যাশ ভাউচার নিশ্চিত উপহার
টোনার বক্স সিরিজের প্রিন্টারে প্রতি পৃষ্ঠা প্রিন্টিং খরচ মাত্র ৫০ পয়সা
অফারের মেয়াদ: ১৫ এপ্রিল থেকে ১৫ মে ২০২৫ পর্যন্ত
এই অফারটি নির্দিষ্ট সময় ও স্টকসীমার ভিত্তিতে প্রযোজ্য। তাই দেরি না করে এখনই আপনার নিকটস্থ ব্রাদার অনুমোদিত বিক্রয় কেন্দ্র থেকে পছন্দের প্রিন্টারটি সংগ্রহ করুন এবং নতুন বছরের রঙে রাঙিয়ে তুলুন আপনার প্রযুক্তি অভিজ্ঞতা।
ব্রাদার সবসময়ই গ্রাহকের প্রয়োজন ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। বৈশাখী এই অফার সেই অঙ্গীকারেরই একটি অনন্য উদাহরণ— যেখানে সাশ্রয়, মান এবং উপহার একসঙ্গে নিশ্চিত।