প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫
সারাদিন ডেস্ক
যুক্তরাজ্যের লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার (১৩ এপ্রিল) তারেক রহমানের লন্ডনের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির একটি দায়িত্বশীল সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে বিএনপি বা জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
এদিকে, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুক কামাল খান সোহেল এক ফেসবুক পোস্টে এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউরোপ সফর শেষে লন্ডনে গিয়ে জামায়াতের দুই শীর্ষ নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে দেশে ফিরে যান। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন।
তবে এই বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি নিছক সৌজন্য সাক্ষাৎ, নাকি এর মাধ্যমে রাজনৈতিক রসায়নে নতুন কোন মাত্রা যোগ হবে—তা সময়ই বলে দেবে।