প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫
সারাদিন ডেস্ক
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওপর ২২০ কোটি ডলারের ফেডারেল তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউজের কিছু দাবি প্রত্যাখ্যান করার কয়েক ঘণ্টার মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে মার্কিন শিক্ষা বিভাগ জানায়, হার্ভার্ডের অবস্থান দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বিরাজমান উদ্বেগজনক দৃষ্টিভঙ্গিকে আরও স্পষ্ট করেছে।
এর আগে, ইহুদি বিদ্বেষ মোকাবিলায় হার্ভার্ডের প্রতি একগুচ্ছ দাবি জানিয়েছিল হোয়াইট হাউজ। এসব দাবির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো, লোকবল নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন আনার প্রস্তাব।
তবে হার্ভার্ড কর্তৃপক্ষ দাবি প্রত্যাখ্যান করে জানায়, হোয়াইট হাউজ তাদের ‘নিয়ন্ত্রণ’ করতে চাইছে। এ ধরনের অবস্থান নেওয়া প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো বড় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হলো। হার্ভার্ডের মতে, হোয়াইট হাউজের এসব প্রস্তাব বাস্তবায়ন করা হলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনে হস্তক্ষেপ হতো।
গাজায় চলমান যুদ্ধ এবং ইসরায়েলকে সমর্থনের বিরোধিতায় ক্যাম্পাসে অনুষ্ঠিত বিক্ষোভের সময় ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে না পারার অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারবার সোমবার এক চিঠিতে জানান, প্রশাসনের দাবির তালিকা পেয়েছে বিশ্ববিদ্যালয়, যা সরকারের সঙ্গে আর্থিক সম্পর্ক বজায় রাখার শর্ত হিসেবে পাঠানো হয়েছে।
তিনি লিখেছেন, আমাদের আইনি পরামর্শদাতা মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি—এই প্রস্তাবগুলো আমরা গ্রহণ করছি না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার পরিত্যাগ করবে না।
তিনি আরও বলেন, ইহুদি বিদ্বেষ মোকাবিলায় বিশ্ববিদ্যালয় গুরুত্ব দিয়ে কাজ করছে, তবে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো হচ্ছে। অনেক প্রস্তাব সরাসরি বিশ্ববিদ্যালয়ের স্বাধীন চিন্তাচর্চার ওপর সরকারি নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়ার শামিল।
গারবারের চিঠি প্রকাশের কিছুক্ষণ পরই শিক্ষা বিভাগ জানায়, হার্ভার্ডের জন্য বরাদ্দ ২২০ কোটি ডলারের অনুদান এবং চুক্তিভিত্তিক অর্থায়ন তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে।
বিভাগটির বিবৃতিতে বলা হয়, গত কয়েক বছরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশে ব্যাঘাত ঘটেছে, যা মেনে নেওয়া যায় না। ইহুদি শিক্ষার্থীদের হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এখনই অর্থপূর্ণ পরিবর্তনের প্রতিশ্রুতি দিতে হবে, যদি তারা করদাতাদের অর্থায়ন পেতে চায়।
এর আগে হোয়াইট হাউজ থেকে শুক্রবার পাঠানো এক চিঠিতে বলা হয়, হার্ভার্ড ফেডারেল অর্থায়নের যৌক্তিকতা প্রমাণে এবং নাগরিক অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। চিঠিতে দশটি ক্যাটাগরিতে সংস্কারের প্রস্তাব দিয়ে বলা হয়, এই পরিবর্তনগুলো হার্ভার্ডের সঙ্গে সরকারের আর্থিক সম্পর্ক অব্যাহত রাখার জন্য জরুরি।