প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫
সারাদিন ডেস্ক
রাজধানীর রামপুরার তালতলা এলাকায় ‘আপন কফি হাউজ’-এর সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওর সূত্র ধরে কফি হাউজের দুই কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে রামপুরা থানা পুলিশ।
তবে, ঘটনার পর থেকে ভুক্তভোগী তরুণীর কোনো খোঁজ মিলছে না। তাকে খুঁজছে পুলিশ।
জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যক্তিরা হলেন—আপন কফি হাউজের ম্যানেজার আল-আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, ঘটনাটি ঘটেছে গত ১১ এপ্রিল। তবে আজ (১৪ এপ্রিল) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই তদন্ত শুরু করি এবং সংশ্লিষ্ট কফি হাউজের দুইজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করি।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ওই তরুণী প্রায়ই কফি হাউজে এসে অস্বাভাবিক আচরণ করতেন। তারা দাবি করেছেন, তরুণীটি মানসিকভাবে ভারসাম্যহীন।
ওসি আরও বলেন, তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এখন পর্যন্ত তার নাম, মোবাইল নম্বর বা কোনো ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করছি।