প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫
সারাদিন ডেস্ক
রাজধানীর বাজারগুলোতে হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। গত তিনদিনে কেজিপ্রতি দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, সামনে দাম আরও বাড়তে পারে।
তাদের ভাষ্য, দেশি পেঁয়াজের এখন ভরা মৌসুম হলেও হঠাৎ করে আড়তে সরবরাহ কমে গেছে। ফলে পাইকারি পর্যায়ে দাম বাড়ছে। ঢাকায় সবচেয়ে বেশি পেঁয়াজ আসে ফরিদপুর থেকে, সেখানেই এখন কেজিতে দাম ৫০ টাকা ছুঁয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজার ভেদে পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬৫ টাকায়। গত শুক্রবার এই দাম ছিল ৪০ থেকে ৫০ টাকা। অর্থাৎ তিনদিনে দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
মালিবাগ হাজীপাড়ার বিক্রেতা মো. জাহাঙ্গীর বলেন, শুক্রবার ৪০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করেছি। এখন পাইকারিতে এতটাই দাম বেড়েছে যে ৫০ টাকার নিচে বিক্রি করা সম্ভব না।
রামপুরা বাজারে এক ব্যবসায়ী বলেন, আড়তে কেজিতে ১০ টাকার ওপরে দাম বেড়েছে। আমরা বেশি দামে কিনে কম দামে তো বিক্রি করতে পারি না।
শান্তিনগর বাজারের আরেক ব্যবসায়ী আসলাম বলেন, পেঁয়াজের ভালো মৌসুম হলেও দাম বাড়ছে। কারণ অনেকেই এখন থেকে মজুত শুরু করেছেন। আবার ক্রেতারাও বেশি করে কিনে রাখছেন।
শান্তিনগর বাজারে পেঁয়াজ কিনতে আসা সুলাইমান হোসেন বলেন, কয়দিন আগেও যেই পেঁয়াজ ৪৫ টাকায় কিনেছি, আজ তা ৬৫ টাকা চাচ্ছে। তিনদিনেই কেজিতে ২০ টাকা বেড়ে গেছে! বাজারে কোনো নজরদারি নেই। তাই ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন।
বিক্রেতাদের ধারণা, ফরিদপুরসহ বিভিন্ন মোকামে পাইকাররা আগে থেকেই পেঁয়াজ মজুত করা শুরু করেছেন। কারণ এখন বাজারে ভালো মানের শুকনো পেঁয়াজ মিলছে, যা সহজে নষ্ট হয় না। এ কারণে চাহিদা ও বিক্রয় একসঙ্গে বাড়ায় দাম ঊর্ধ্বমুখী হচ্ছে।
ব্যবসায়ীদের দাবি, পাইকারি মোকাম ও আড়তে এখন থেকেই কঠোর নজরদারি প্রয়োজন। তা না হলে সামনে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে। ক্রেতারা বলছেন, সরকারের পক্ষ থেকেও বাজারে মনিটরিং জোরদার করা উচিত।