প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫
সারাদিন ডেস্ক
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকাকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগরকে ২১টি সেক্টরে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা গৃহীত হয়েছে। পুরো নগরীতে মোতায়েন করা হয়েছে ১৮ হাজার পুলিশ সদস্য। র্যাব, সিটিটিসি, সোয়াতসহ অন্যান্য সংস্থাও নিরাপত্তায় যুক্ত রয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াড দিয়ে সুইপিং, প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি এবং ড্রোন ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি থাকবে। পাশাপাশি থাকবে পর্যাপ্ত ফুট প্যাট্রোল ও সাদা পোশাকধারী গোয়েন্দা সদস্য।
শোভাযাত্রা চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমি হয়ে আবার চারুকলায় এসে শেষ হবে। রুটের বাইরে থেকে প্রবেশ নিষেধ। বিকল্প পথে প্রবেশের সুযোগ থাকবে না। রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার’ ও মাইকিং ব্যবস্থা।
ছায়ানটের অনুষ্ঠান শুরু হবে সকাল ৬টায়, প্রবেশের জন্য থাকবে তিনটি ও বের হওয়ার জন্য দুটি গেট। নববর্ষের অনুষ্ঠানস্থলে আতশবাজি, ফানুস, বাঁশি এবং বাণিজ্যিক প্রচারণা নিষিদ্ধ থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সাইবার প্যাট্রোলিং জোরদার করা হয়েছে।
র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানান, পহেলা বৈশাখ উপলক্ষে সারাদেশেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।