প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে দেশে লোডশেডিং বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৪০০ মেগাওয়াটে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, এক হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটই বর্তমানে বন্ধ। প্রথম ইউনিটটি বন্ধ হয় গত ৮ এপ্রিল, আর দ্বিতীয় ইউনিটটি গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বন্ধ হয়ে যায়।
পিডিবির সদস্য (উৎপাদন) জহুরুল ইসলাম জানান, আদানির দুটি ইউনিটই কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঘাটতি পূরণে গ্যাস ও তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন বাড়ানো হয়েছে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টা নাগাদ দেশের বিদ্যুৎ চাহিদা ছিল ১৪ হাজার মেগাওয়াট, যেখানে সরবরাহ করা হয়েছে ১৩ হাজার ৫৫২ মেগাওয়াট—ফলে ঘাটতি দাঁড়ায় ৪৪৮ মেগাওয়াটে।
পিডিবির এক কর্মকর্তা জানান, আদানি কেন্দ্র থেকে আগে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত। ৮ এপ্রিলের পরও প্রায় ৭৫০ মেগাওয়াট সরবরাহ করা হয়েছে। তবে বর্তমানে সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। আজ শনিবার সন্ধ্যায় একটি ইউনিট চালুর সম্ভাবনা রয়েছে। তবে তা সম্ভব না হলে রোববার থেকে লোডশেডিং আরও বাড়তে পারে।
এ অবস্থায় পেট্রোবাংলার কাছে বাড়তি গ্যাস সরবরাহ চেয়েছে পিডিবি।
শনিবার ছুটির দিন হওয়ায় বিদ্যুৎ চাহিদা তুলনামূলক কম থাকলেও আগামীকাল রোববার থেকে অফিস-আদালত খোলার পর চাহিদা বাড়বে। এর মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড গরম পড়ছে, ফলে বিদ্যুৎ সংকট আরও ভয়াবহ আকার নিতে পারে—বিশেষ করে উত্তরাঞ্চলে।