প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫
সারাদিন ডেস্ক
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হয়েছে হাজারো মানুষ। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এ কর্মসূচির ডাক দেয়।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় কর্মসূচির শুরুর সময় থাকলেও দুপুরের আগেই মানুষের ঢল নামে উদ্যানে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় মিছিল নিয়ে মানুষ সেখানে জড়ো হন। কারও হাতে ফিলিস্তিনের পতাকা, কারও হাতে বাংলাদেশের পতাকা। মিছিল এসেছে শাহবাগ, দোয়েল চত্বর ও নীলক্ষেতসহ নানা দিক থেকে।
উত্তরা থেকে বন্ধুদের নিয়ে অংশ নিতে আসা তরুণ তৌহিদুল ইসলাম বলেন, “ফিলিস্তিনে যে নির্মমতা চলছে, আমরা সরাসরি কিছু করতে পারছি না। তাই অন্তত তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই এখানে এসেছি।”
সোহরাওয়ার্দী উদ্যানের গেটে পতাকা বিক্রি করতে এসেছেন নাজমুল হোসাইন। তবে তিনি বলেন, “আমি এসেছি শুধু ব্যবসা করতে না, মুসলমানদের ওপর অন্যায়-অবিচারের প্রতিবাদ জানাতেও।”
আয়োজকরা জানিয়েছেন, সারাদেশ থেকে কয়েক লাখ মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করছেন তারা। কর্মসূচির সভাপতিত্ব করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।
এ কর্মসূচিতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন একাত্মতা জানিয়েছে।
এই কর্মসূচির লক্ষ্য গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্বজনমত গঠন, এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া। আয়োজকরা জানিয়েছেন, এতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা একাত্মতা প্রকাশ করেছেন।
বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী থেকে শুরু করে খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই আয়োজনে সরব সমর্থন জানিয়েছেন।