প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫
সারাদিন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নববর্ষের শোভাযাত্রার জন্য তৈরি ভাস্কর্যে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ এপ্রিল) ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। কে বা কারা আগুন দিয়েছে, তা এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, “আমরা ধারণা করছি, ভোর পৌনে ৫টা থেকে ৫টার মধ্যে আগুন লাগে। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।”
পুড়ে গেছে প্রতীকগুলো
জানা গেছে, আগুনে পুড়ে গেছে শোভাযাত্রার জন্য নির্মাণাধীন ‘ফ্যাসিবাদ’ এবং ‘কবুতর’-এর মোটিফ। এর মধ্যে ফ্যাসিবাদের প্রতীকটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে, আর কবুতরের অর্ধেক অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাপড়ে ঢাকা অংশের একটি বড় অংশও পুড়ে গেছে।
উল্লেখ্য, চলতি বাংলা নববর্ষ উপলক্ষে চারুকলা অনুষদ এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করে: ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। সেই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান মোটিফ হিসেবে তৈরি করা হচ্ছিল ২০ ফুট উচ্চতার একটি মুখাবয়ব, যা ফ্যাসিবাদের প্রতীক হিসেবে পরিকল্পনা করা হয়েছিল।
মোটিফটিতে বাঁশ ও বেত দিয়ে নির্মাণ করা হয় হাঁ করা মুখ, বড় নাক, ভয়জাগানিয়া চোখ এবং মাথায় চারটি শিংসহ এক নারীর মুখমণ্ডল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করেছেন, এটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হতে পারে—যা নিয়ে আলোচনা ও বিতর্কও তৈরি হয়েছে।