প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫
সারাদিন ডেস্ক
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে মিথ্যাচার ছড়িয়ে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে অবনতি ঘটানোর অপচেষ্টার অভিযোগে মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে তার আইনগত সহায়তা নেওয়ার অধিকার রয়েছে বলেও জানানো হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের বলেন, “মেঘনা আলম দেশের অর্থনৈতিক ক্ষতি সাধনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এমন অভিযোগ পেয়ে তাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “মেঘনাকে অপহরণ করা হয়েছে—এ অভিযোগ সঠিক নয়। তিনি আইনের আশ্রয় নিতে পারেন।”
এর আগে, জননিরাপত্তা ও রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের আওতায় বৃহস্পতিবার মেঘনা আলমকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ। আদেশে বলা হয়, আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাকে আটক রাখা প্রয়োজন বলে সরকার মনে করছে।
গত বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে মেঘনা অভিযোগ করেন, পুলিশ পরিচয়ধারী কিছু ব্যক্তি তার বাসার দরজা ভেঙে প্রবেশ করেছে। লাইভটি ১২ মিনিটের বেশি সময় ধরে চলার পর হঠাৎ বন্ধ হয়ে যায় এবং পরে সেটি মুছে ফেলা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ৫ অক্টোবর ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। প্লাস্টিক পুনর্ব্যবহার করে পণ্য তৈরি ও তা বিক্রয়ের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরির প্রচেষ্টায় তিনি ওই খেতাব অর্জন করেন।