প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫
সারাদিন ডেস্ক
নিউইয়র্কের হাডসন নদীতে দর্শনীয় স্থান পরিদর্শনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ।
হেলিকপ্টারটিতে পাইলটসহ স্পেনের একটি পরিবার ছিল। দুর্ঘটনায় সবাই নিহত হন। আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলেও পরে তাদের মৃত্যু হয়।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এক ব্রিফিংয়ে বলেন, “হেলিকপ্টারটি নদীতে পড়ে যাওয়ার পর যাত্রীদের উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত সবাইকে মৃত ঘোষণা করা হয়।” তিনি ঘটনাটিকে “হৃদয়বিদারক ও মর্মান্তিক” বলে উল্লেখ করেন।
দুর্ঘটনার খবর পেয়ে নিউইয়র্ক ও নিউ জার্সির পুলিশ এবং অগ্নিনির্বাপক বাহিনীর জাহাজ ঘটনাস্থলে পৌঁছে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হেলিকপ্টারটি থেকে কিছু টুকরো খসে পড়তে দেখা যায় এবং একপর্যায়ে সেটি নদীতে পড়ে যায়।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, নিউইয়র্ক সিটির হাডসন নদীতে বেল ২০৬ মডেলের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পানিতে ডুবে গেছে।
ঘটনার তদন্তে নেমেছে এফএএ ও জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড (এনটিএসবি)।