প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫
সারাদিন ডেস্ক
সাভারে ঈদ উপলক্ষে দাবিকৃত চাঁদা না দেওয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে দুইটি ইঞ্জিনচালিত ট্রলার ছিনতাই করেছে সন্ত্রাসীরা। এ সময় ইজারাদার ও তার লোকজনকে মারধর করা হয়।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লার বংশী নদীর মিলন ঘাটে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইজারাদার কামরুল ইসলামের ছেলে হেদায়েতুল্লাহ জানান, দীর্ঘদিন ধরে কর্ণপাড়া মিলনঘাটে বৈধভাবে ইজারা নিয়ে ব্যবসা করে আসছেন তারা। সম্প্রতি আন্তর নামের এক ব্যক্তি ও তার লোকজন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা বিকেলে পিস্তল নিয়ে এসে ইজারাদারসহ কর্মীদের মারধর করে এবং মাঝিকে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি ট্রলার ছিনতাই করে নিয়ে যায়।
তিনি আরও জানান, আতঙ্ক সৃষ্টি করতে সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি ছোড়ে। অভিযুক্ত অন্তর সাভার পৌর ছাত্রদল নেতা মোশারফ হিমেল খানের অনুসারী বলে দাবি করেন হেদায়েতুল্লাহ।
বৃহস্পতিবার সকালে ছিনতাই হওয়া ট্রলার দুটি উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, ঘটনায় মামলা হয়েছে। রাত ১টার দিকে ট্রলার দুটি উদ্ধার করা হয়েছে। অস্ত্র ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।