প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫
সারাদিন ডেস্ক
দেশের শীর্ষ নায়ক শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস–এর মাধ্যমে এবার আন্তর্জাতিক অঙ্গনে সিনেমা পরিবেশনার যাত্রা শুরু করেছেন। প্রতিষ্ঠানটি এখন থেকে নর্থ আমেরিকায় (এসকে ফিল্মস ইউএসএ) এবং মধ্যপ্রাচ্যে (এসকে ফিল্মস ইউএই) সিনেমা পরিবেশন করবে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ৯ এপ্রিল (বুধবার) এক সংবাদ সম্মেলনে এসকে ফিল্মস ইউএসএ–এর আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক তত্ত্বাবধায়ক বদরুজ্জা সাগর ও ফারজানা আক্তারসহ অনেকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র এবং ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পাচ্ছে ‘বরবাদ’। এ সিনেমার মধ্য দিয়েই এসকে ফিল্মস আন্তর্জাতিকভাবে ফিল্ম ডিস্ট্রিবিউশনে পা রাখছে।
এসকে ফিল্মস জানিয়েছে, অচিরেই ইউরোপ, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যেও বাংলা সিনেমা পরিবেশনার পরিকল্পনা রয়েছে তাদের। ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “বিশ্ব দরবারে বাংলা সিনেমাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এসকে ফিল্মস ইন্টারন্যাশনালের যাত্রা। আমরা আশাবাদী, এই উদ্যোগ বাংলা চলচ্চিত্রকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।”
ঈদুল ফিতরে দেশের ১২০টি সিনেমা হলে মুক্তির পর ‘বরবাদ’ দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। মুক্তির ১০ দিন পরও সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি হাউসফুল চলছে। দেশীয় দর্শকের এমন সাড়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আগ্রহ বাড়িয়েছে।
বদরুদ্দোজা সাগর বলেন, “যুক্তরাষ্ট্র ও কানাডার প্রবাসীরা ‘বরবাদ’ দেখার জন্য মুখিয়ে আছেন। দর্শকদের সেই আগ্রহকে সম্মান জানিয়েই ১৮ ও ১৯ এপ্রিল যথাক্রমে যুক্তরাষ্ট্র ও কানাডায় সিনেমাটি মুক্তি পাচ্ছে।”
প্রথম সপ্তাহে ৩৫–৪০টি হলে ‘বরবাদ’ প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, ম্যারিল্যান্ড, বাফেলো ও ফিলাডেলফিয়ায় চলবে সিনেমাটি। কানাডার মন্ট্রিয়াল, অটোয়া ও টরন্টোতে প্রদর্শিত হবে ১৯ এপ্রিল থেকে।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’–এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, মানব সাচদেভসহ অনেকে। বিশেষ আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নুসরাত জাহান।
প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের হলগুলো থেকে ঈদের প্রথম সাত দিনে সিনেমাটি ২৭ কোটি ৪৩ লাখ টাকা আয় করেছে।