প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সরকার চলতি মাসের শেষ নাগাদ ‘সাইবার সেফটি অধ্যাদেশ’ গেজেট আকারে প্রকাশ করবে।
এ কথা তিনি বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘নীতি নির্ধারকদের দৃষ্টিতে ডিজিটাল অর্থনীতি’ শীর্ষক উপস্থাপনায় উল্লেখ করেন। অনুষ্ঠানের শুরুতে সিটি ব্যাংক এন. এ.-এর কান্ট্রি অফিসার মো. মইনুল হক স্বাগত বক্তব্য প্রদান করেন।
ফয়েজ আহমদ বলেন, “আমরা সাইবার সেফটি অধ্যাদেশ নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছি। সমাজের বিভিন্ন স্তরের সঙ্গে পরামর্শ করে আমরা সব উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় নিয়েছি। আশা করছি, চলতি মাসের শেষ নাগাদ আমরা একটি নতুন সাইবার সেফটি অধ্যাদেশ প্রণয়ন করতে পারব।”
এছাড়া, ‘অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল প্রবৃদ্ধি : নীতি ও প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধকতা অতিক্রম’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন সিটি এশিয়া সাউথ পাবলিক সেক্টর সলিউশনস’র প্রধান রোহিত জামওয়াল, মেটা’র বাংলাদেশ ও নেপালের পাবলিক পলিসি প্রধান রুজান সরওয়ার, গ্রামোফোন’র সিএফও অটো ম্যাগনে রিসবাক, আন্তর্জাতিক জননীতি ও সরকার সম্পর্ক বিভাগের পরিচালক ইনফান ঝাং, এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেব দুলাল রায়।
ফয়েজ আহমদ ব্যবসায়িক পরিবেশে প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, “ব্যবসাগুলোকে সমাজের সমস্যাগুলোর সমাধানে সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সিটি ব্যাংক এন. এ.-এর কান্ট্রি অফিসার মইনুল হক বলেন, কোভিড-১৯ মহামারির সময় ডিজিটাল অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ব্লকচেইন, সাইবার সিকিউরিটি সহ নানা প্রযুক্তি শিল্প পরিবর্তন এবং কাজের ধরণকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে।
তিনি বলেন, “বাংলাদেশ এখন চতুর্থ শিল্প বিপ্লবের প্রান্তে রয়েছে এবং ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ একটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা ও চতুর্থ শিল্প বিপ্লব হাবে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।”
মইনুল হক আরও বলেন, বাংলাদেশের জন্য ডিজিটাল রূপান্তরের কৌশলপত্র অনুযায়ী ২০৩০ সালের মধ্যে আইসিটি রপ্তানি ৫ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়, যা বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।