প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫
সারাদিন ডেস্ক
চলতি বছর ওমরাহ পালন করতে সৌদি আরবে অবস্থানরত বিদেশি মুসল্লিদের আগামী ২৯ এপ্রিলের (১ জিলকদ) মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে আইনগত শাস্তির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক হজ মৌসুম শুরুর প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পবিত্র হজের সময় যেন হজযাত্রীরা নির্বিঘ্নে মক্কা ও মদিনায় পৌঁছাতে ও অবস্থান করতে পারেন, সেই লক্ষ্যে এই পদক্ষেপ।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমরাহ যাত্রীরা ১৫ শাওয়াল (১৩ এপ্রিল) পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগ না করলে তা আইন লঙ্ঘনের শামিল হবে।
এক্ষেত্রে শুধু ব্যক্তিগত পর্যায়ে নয়, ওমরাহ সেবা প্রদানকারী সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকেও সতর্ক করা হয়েছে। নির্ধারিত সময়ের পরও কোনো ওমরাহযাত্রী সৌদি আরবে অবস্থান করলে এবং সেটির যথাযথ রিপোর্ট না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে।
উল্লেখ্য, হজ মৌসুমে কাবা শরিফে প্রতি বছর প্রায় ২০ লাখ মুসল্লি সমবেত হন। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। তবে বছরজুড়েই মুসল্লিরা ওমরাহ পালন করতে সৌদি আরব যান।