প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মসজিদে নববির আদলে ছাতা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। উন্নয়ন ও সংস্কারের মাধ্যমে মসজিদটিকে আন্তর্জাতিক মানের রূপ দেওয়া হবে। এর মাধ্যমে মুসল্লিদের জন্য স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক পরিবেশ তৈরি হবে। এছাড়া মসজিদে উন্নত সেবা যেমন লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, আলোকসজ্জা এবং আধুনিক স্যানিটেশন সুবিধা যুক্ত করা হবে।
বায়তুল মোকাররম মসজিদে ছাতা স্থাপন, আলোকসজ্জা, অফিস ভবন, মিনার নির্মাণ এবং অন্যান্য উন্নয়নমূলক কাজের জন্য ১৩৪ কোটি ৫৭ লাখ টাকার প্রস্তাবনা দেওয়া হয়েছে। যদিও প্রকল্পের ব্যয় পরবর্তীতে আরও বাড়তে পারে, ফিজিবিলিটি স্টাডির পর চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হবে।
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) জানিয়েছে, মসজিদের উন্নয়নের জন্য বিশ্বমানের সুযোগ-সুবিধা সৃষ্টি করা হবে। এতে মুসল্লিদের সুবিধার্থে আধুনিক সেবা প্রদান করা হবে, যার মধ্যে লিফট, এস্কেলেটর, সেন্ট্রাল এসি এবং উন্নত স্যানিটেশন ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে।