প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫
শরীয়তপুর সংবাদদাতা:
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৫ এপ্রিল) সকালে বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় সংঘর্ষের সময় শতাধিক হাতবোমা বিস্ফোরিত হয়। যদিও এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সংঘর্ষের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর আগেও কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবারও সংঘর্ষের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৫ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সংঘর্ষরত পক্ষগুলোর লোকজন হাতবোমা নিক্ষেপ করতে দেখা যায়।
এ ঘটনায় পুলিশ জানিয়েছেন, পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।